IND VS PAK – ICC Men’s T20 বিশ্বকাপের প্রথম ম্যাচ শুরু হচ্ছে ২য় জুন কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে, কিন্তু বিশ্বব্যাপী অপেক্ষা করছে ৯ই জুন ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫ই জুন নিউইয়র্ক এ ভারত খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা শুরু হবে ২ই জুন থেকে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে 29শে জুন। ২ থেকে ১৮ জুন গ্রুপ লীগের মোট ৪০টি ম্যাচ হবে। প্রতিটি গ্রুপ থেকে দুটো করে টিম নিয়ে হবে সুপার এইট। ১৯ থেকে ২৫ জুন পর্যন্ত হবে সুপারহিট এর খেলা।27 শে জুন সেমিফাইনাল ও সর্বশেষ ২৯ শে জুন অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট ৫৫ টা ম্যাচের আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। গ্রুপ লীগে ভারতের সব ম্যাচই হবে মার্কিন মূলকে। ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ম্যাচ কবে কবে রয়েছে দেখে নিন –
ভারত বনাম আয়ারল্যান্ড – ৫ই জুন (নিউইয়র্ক )
ভারত বনাম পাকিস্তান – 9 জুন (নিউ ইয়র্ক)
ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র – ১২ই জুন (নিউইয়র্ক)
ভারত বনাম কানাডা – ১৫ই জুন (ফ্লোরিডা)
এক ঝলকে দেখে নিন চারটি গ্রুপের টিম লিস্ট –
গ্রুপ এ – ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র।
গ্রুপ বি – ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান।
গ্রুপ সি – নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি।
গ্রুপ ডি – দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, বাংলাদেশ, নেদারল্যান্ড, নেপাল।